ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বউয়ের সাফল্যে গর্বিত ভিকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বিয়ের পর থেকেই নিজেদের সম্পর্কের রসায়ন ভালো ভাবেই ফুটিয়ে তুলেছে বলিউডের দুই জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সম্প্রতি ক্যাটরিনার ঝুলিতে এসেছে বড় সাফল্য। আর বউয়ের বহুমাত্রিক প্রতিভার জন্য গর্বিত অনুভব করলেন ভিকি ।

ক্যাটরিনার মুকুটে নতুন পালক। অভিনেত্রী হিসাবে নয়, সফল উদ্যোক্তা হিসাবে সম্মানিত ক্যাটরিনা। আর ‘আনস্টপেবল’ বউয়ের জন্য গর্বিত ভিকি। 

অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ কিন্তু একজন সফল উদ্যোক্তাও। ক্যাটের নিজস্ব বিউটি ব্র্যান্ড রয়েছে। নাম ‘কে বিউটি’। নারীদের আরও সুন্দরী করে তোলবার উদ্দেশ্য নিয়েই এই ব্র্যান্ডটি শুরু করেছিলেন ক্যাটরিনা। তাতেই সম্প্রতি ক্যাটরিনার ঝুলিতে এসেছে বড় সাফল্য। 

ভোগ-ইন্ডিয়ার তরফে ‘বিউটি ব্র্যান্ড অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মান জানানো হয়েছে কে বিউটি-কে। তাতেই উচ্ছ্বসিত ক্যাটরিনা। এই খবর ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা।

ভোগ-এর পোস্ট নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে নেন এই নায়িকা। ২০১৯ সালে ক্যাটরিনা এই ব্র্যান্ড লঞ্চ করেছিলেন। একাধিক পরিচিত বিউটি প্রোডাক্টের ভিড়ে জায়গা করে নেওয়া সহজ ছিল না। তবে সেই কাজটা সম্ভব করে দেখিয়েছেন ক্যাটরিনা।

বউয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত ভিকি কৌশল। আর ক্যাটরিনার সবচেয়ে বড় চিয়ার লিডার যে ভিকি তা তো অজানা নয় কারো। ক্যাটরিনার পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ভিকি সিয়ার ‘আনস্টপেবল’ গানটি জুড়ে দেন। বুঝিয়ে দেন ক্যাটরিনাকে আটকানো সহজ নয়। 

আরও লেখেন, আমার জীবনের শ্রেষ্ঠ নারী পেয়েছে ব্র্যান্ড অফ দ্য ইয়ারের অ্য়াওয়ার্ড! অভিনন্দন সুন্দরী।

শুধু ভিকিই নন, ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন তার একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী আলিয়া ভাট। তিনি লেখেন, ‘অভিনন্দন ক্যাটি’। ভিকি আর ক্যাটরিনার প্রেম সবসময়ই থাকে চর্চায়।

সূত্রঃ হিন্দস্তান টাইমস
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি