ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মায়ের প্রিয় নায়কের সঙ্গে সিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এ সিনেমায় তার সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার।

কলকাতায় গিয়েই তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সিয়ামের। একসঙ্গে ক্যামেরাবন্দি হয়ে ছবিও শেয়ার করেছেন অন্তর্জালে।

প্রসেনজিতের সঙ্গে ছবি শেয়ার করে সিয়াম বললেন, ‘‘দারুণ কিছু মুহূর্ত কাটল তার সাথে। এত হাম্বল একজন মানুষ! খুবই এক্সাইটেড যে বুম্বাদার সাথে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তিনি আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সাথে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তির সাথে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।’’

জানা গেছে, সায়ন্তন ঘোষালের পরিচালনায় সিনেমাটির গল্প এগোবে দুই প্রজন্মের দুই জুটিকে ঘিরে। প্রসেনজিৎ থাকবেন একজন ব্যবসায়ীর ভূমিকায়। তার স্ত্রী হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে। আর প্রসেনজিতের অফিসে কাজ করবেন আয়ুষী। সিয়ামের সঙ্গে তারই রসায়ন দেখা যাবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি