ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

অমিতাভের নখের যোগ্যও নন শাহরুখ: কেআরকে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৭ আগস্ট ২০২২

কামাল রশিদ খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং লেখক। যার আগে থেকেই না পছন্দের তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় তিন খান। আর এবার আবারও কেআরকে-র নিশানায় শাহরুখ খান। 

নিজের মতামত নিয়ে বরাবরই স্পষ্ট কেআরকে। এক দিকে তিন খানের রাজত্ব আর অন্য দিকে ‘কেআরকে’। কয়েক দিন আগেই ‘লাল সিং চড্ডা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই অভিনেতা। তিনি দাবি করেছিলেন, নেতিবাচক প্রচার করছেন স্বয়ং সিনেমার টিম-সদস্যরাই। 

এবার তার নিশানায় শাহরুখ খান। কেআরকে-র মতে, রাজেশ খন্না, অমিতাভ বচ্চনের নখের যোগ্যও নন শাহরুখ খান।

তিনি আরও লেখেন , ভাইটি আপনি রাজেশ খন্না সাহেবের ১০ শতাংশও নন, আর অমিতাভ বচ্চনের ৫ শতাংশও নন। কোন স্টারডমের কথা বলেন আপনি?

চলুন দেখে নেওয়া যাক খানেদের সঙ্গে কি শত্রুতা রয়েছে কমাল রশিদ খানের? 

জানা যায়, শাহরুখ, সালমান, আমিরের 'অহংকার' মোটেও পছন্দ নয় তার। স্বয়ং সৃষ্টিকর্তাও তা পছন্দ করেন না বলেও মনে করেন তিনি। সেই জন্য একের পর এক ফ্লপ সিনেমা তাদের ঝুলিতে বলে মনে করেন কেআরকে। 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি