ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্কুলের বেতন দিতে পারতেন না বাবা, মনে করে কাঁদলেন আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:১৮, ৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’মুক্তির অপেক্ষায়। কারিনা কাপুরের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন তিনি। ছবিটি হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানালেন কীভাবে স্কুলে থাকার সময় বেতন দিতে দেরি হত আমির ও তার ভাইবোনদের। আর সেটা নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন তিনি।

বলিউডের প্রযোজক তাহির হুসেন আর তার স্ত্রী জিনত হুসেনের ছেলে আমির। চার ভাইবোনের র মধ্যে তিনিই বড়। ১৯৭৩ সালে ‘ইয়াদো কা বারাত’ ছবি দিয়ে আমিরের ক্যারিয়ারের শুরু। এরপর বড় হয়ে ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেময়ামত তাক’-এ কাজ করেন জুহি চাওলার বিপরীতে। আমিরের বাবা ছেলের একটি ছবিই প্রযোজনা করেছিলেন, আর তা হল ১৯৯০ সালে ‘তুম মেরে হো’।

'হিউম্যানস অব বোম্বাই' বইয়ে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছিলেন সেই ৮টা বছরের কথা যখন তাদের পরিবারের খুব টানাটানি চলছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেত। আমির জানান, তাদের স্কুলে ক্লাস সিক্সে ফি ছিল ছয় রুপি, ক্লাস সেভেনে সাত রুপি, ক্লাস ৮-এ আট রুপি। কিন্তু তারপরও আমির ও তার ভাইবোনরা সময় মতো বেতন দিতে পারতেন না। এক-দুবার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করে দিতেন অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়েও কেঁদে ফেলেন আমির সেই সাক্ষাৎকারে।

বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে আমির খান যেমন একাধিক পুরষ্কার পেয়েছেন, তেমন তার হিট ছবির লম্বা তালিকাও আছে রয়েছে। এর মধ্যে দিল, রাজা হিন্দুস্তানি, সরফরোশ, রং দে বসন্তি, লাগান, তারে জমিন পর, গজনি, থ্রি ইডিয়টস, ধুম ৩, পিকে, দঙ্গল অন্যতম। এবার চার বছর পর আমির খান বড় পর্দায় ফিরছেন ‘লাল সিং চাড্ডা’ ছবি দিয়ে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি