ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অভিনেতার আত্মহত্যার চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৯ আগস্ট ২০২২

আত্মহত্যার চেষ্টা কলকাতার এক অভিনেতার। পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার শৈবাল ভট্টাচার্য। পেশাগত জীবনের হতাশাই এই ঘটনার নেপথ্যে, এমনটাই মনে করা হচ্ছে। 

একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন বহু ধারাবাহিকে। কিন্তু ইদানীং আর তেমন ভাবে কাজ পাচ্ছিলেন না। ধীরে ধীরে হতাশা গ্রাস করছিল। আর তার জেরেই এই পরিণতি। 

সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন শৈবাল। মাথায় এবং পায়ে আঘাত করেন। মদ্যপ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

ঘটনাচক্রে মঙ্গলবার সকালেই নেটমাধ্যমে প্রকাশ্যে এসেছে শৈবালের এক ভিডিও। যেখানে তিনি বলছেন, ‘আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম।’ ওই ভিডিওতে রক্তাক্ত অবস্থায় দেখা যায় অভিনেতাকে। কথাও প্রায় জড়ানো। 

কথা শেষও করতে পারলেন না। বললেন, ‘এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি এবং...’। ভিডিও শেষ হয়ে গেল।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি