ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা, জ্বর নিয়েই শুটিংয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবুও জ্বর গায়ে নিয়েই ‘এমারজেন্সি’ সিনেমার শুটিং করছেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখান থেকে জানা যায়, ডেঙ্গুর জ্বরে আক্রান্ত এই অভিনেত্রীর রক্তের প্লাটিলেট কাউন্ট বেশ কম।  

মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, ‘এটা প্যাশন নয় এটা পাগলামো। আমাদের প্রধান কঙ্গনা রানাউতই আমাদের অনুপ্রেরণা।’ 

নিজের টিমের এই লেখাই ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন কঙ্গনা। 

কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবার লিখেছেন, ‘মণিকর্ণিকা ফিল্মসের টিমকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে উদ্যম কমেনি। এই সুন্দর শব্দগুলোর জন্য কৃতজ্ঞতা।’

এরইমধ্যে ‘এমার্জেন্সি’র টিজার প্রকাশ্যে এসেছে। সিনেমাতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। কিন্তু সাই কবীর নয়, এ সিনেমা কঙ্গনা নিজে পরিচালনা করছেন। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি