ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেন্সর ছাড়পত্র পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সিয়াম আহমেদ-পরীমনি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তির অনুমতি পেয়েছে। সেন্সর বোর্ড থেকে ১০ আগস্ট সিনেমাটি প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছিল সিয়াম-পরীমনি জুটি। আবু রায়হান জুয়েল আশা ব্যাক্ত করে বলেন, ‘‘এই সিনেমা দিয়ে আবারও দর্শকের মন জয় করবে সিয়াম-পরী জুটি।’’

তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিন পর শিশুতোষ সিনেমা মুক্তি পাচ্ছে। শিশুদের বিনোদনের কথা ভেবেই শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’’

সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি