ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার নবাবের জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৮ আগস্ট ২০২২

ঢাকাই সিনেমার নবাব, বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন ১৮ আগস্ট। ১৯৪০ সালের এই দিনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি ও কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত প্রবীর মিত্র।

বর্ণিল অভিনয় জীবনে প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেন প্রবীর মিত্র। স্কুলজীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। এইচ আকবরের ‘জলছবি’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় কাজ করে প্রশংসিত হন। তিনি সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায়। পরে চরিত্রাভিনেতা হিসেবেই তাকে বেশি দেখা গেছে।

প্রবীর মিত্রের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘চাবুক’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘শেয়ানা’, ‘রঙ্গীন নবাব সিরাজউদ্দৌলা’, ‘মিন্টু আমার নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘অঙ্গার’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘জয় পরাজয়’, ‘চাষীর মেয়ে’, ‘দুই পয়সার আলতা’, ‘আবদার’ ইত্যাদি। 

গত দেড় বছরের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ রয়েছেন তিনি। মাস ছয়েক আগে ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন অস্টিওপরোসিসে রোগের। এখন সপ্তাহে তিনবার কেমো দিতে হচ্ছে এই বর্ষীয়ান অভিনেতাকে। নীরবে, নিভৃতে ধানমন্ডিতে ছেলের বাসায় দিন কাটাচ্ছেন প্রবীর মিত্র।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি