ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতারণার শিকার জ্যাকলিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

২১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজ। বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছিল তার বিলাসবহুল জীবন যাপনের কথা। এবার মুম্বাইয়ের সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে জড়িয়ে গেছে অভিনেত্রীর নাম।

শুধু তাই নয়, অভিযোগপত্রে চলেও এসেছে জ্যাকলিনের নাম। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার আইনজীবী। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের সূত্রে এমনটাই জানা গেছে।

এক বিবৃতিতে জ্যাকলিনের আইনজীবী জানান, তদন্তকারী সংস্থাগুলোকে সহযোগিতা করছেন অভিনেত্রী। তিনি সব হাজিরাই দিয়েছেন। তথ্য দিয়েও সহযোগিতা করছেন। তারপরও তাকে কেন হেনস্তা করা হচ্ছে। প্রশ্ন তুলেছেন প্রশান্ত।

দাবি তুলে অভিনেত্রীর আইনজীবী বলেন, জ্যাকলিনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তদন্তকারী দলগুলো এটুকুও বুঝতে পারছে না? জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার।

অবৈধ লেনদনের সঙ্গে সুকেশ জড়িত হওয়ার পর ইডির নজরে পড়েন জ্যাকলিন। বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয় ইডির পক্ষ থেকে। তবে এখনও কোনো অনুলিপি নায়িকার কাছে পৌঁছায়নি। এমনটাও জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে এখন পর্যন্ত মুখ খোলেননি জ্যাকলিন। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি