ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মা হলেন সোনম কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২০ আগস্ট ২০২২

মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। শনিবার তার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলে সন্তান এসেছে। এ খবর নিশ্চিত করেছেন সোনম নিজেই। খবর এনডিটিভির।

এদিকে, সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। বলা হয়েছে, আজ নতমস্তক ও খোলা হৃদয়ে আমরা একটি ছেলে সন্তান গ্রহণ করেছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ।

এর আগে, গত ২১ মার্চ সন্তানধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই স্বামীর সঙ্গে লন্ডনের নটিং হিলে বসবাস করছেন। সেখানকার একটি হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। মা হওয়ার জন্য অনেকদিন ধরে সিনেমার কাজ থেকে দূরে রয়েছেন সোনম।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি