ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাহিদকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

খুব শীঘ্রই রিয়েলিটি শো ‘কফি উইথ কারণ’র আসন্ন এপিসোডে আসতে চলেছেন ‘কবীর সিং’ জুটি শাহিদ-কিয়ারা। আর সেখানেই না কি দেখা যাবে শাহিদকে নিয়ে বেশ কিছু রহস্য ফাঁস করছেন কিয়ারা। এতে থাকবে শাহিদের উপর কিয়ারার ক্ষোভের গল্প।

জানা যায়, কবীর সিং-এর সেটে টানা ৮ ঘন্টা শাহিদ অপেক্ষা করিয়েছিলেন নায়িকাকে, এর জেরে মনে মনে শাহিদকে চড় মেরেছিলেন কিয়ারা। 

আর এ শোনার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, এত লম্বা অপেক্ষার কারণ কী? এবার তার উত্তর নিজেই দিলেন অভিনেত্রী। 

এ বিষয়ে কিয়ারা বলেন, “শাহিদ পরের দৃশ্য কী জুতো পরবেন, সেই নিয়েই চলছিল আলোচনা। আর এর জন্যই আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাকে।”

যা শোনার পর এমন হতেই পারে। গল্প নয় এটাই বাস্তব! আর এ কথা শুনে করণ জোহরও অবাক হয়ে যান। 

এসময় কিয়ারার পক্ষ নিয়ে তিনি বলেন, “এই কারণের জন্য ৮ ঘন্টা অপেক্ষা করতে হলে তিনিও কিয়ারার মতোই বিরক্ত হতেন।”

কিয়ারা আরও বলেন, “শ্যুটিং-এ আমার তৃতীয় বা চতুর্থ দিন ছিল। আমাকে ৮ ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, কারণ এটা নিয়ে আলোচনা চলছিল যে পরের দৃশ্যে শাহিদ কোন জুতো পরবে।” 

জানা গেছে, এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছিলেন কিয়ারা, অকপটে জানান নিজের মাথায় বেশ কয়েকবার ওকে চড়ও মেরেছিলাম। 
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি