ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এক সিনেমায় তিন খান,কী বললেন শাহরুখ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৮ আগস্ট ২০২২

বলিউডে দীর্ঘ সময় ধরেই রাজত্ব করছে শাহরুখ-সালমান-আমির এই তিন অভিনেতা। এই তিনজন এককভাবে অথবা যৌথ ভাবেও বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে এই তিনজনকে কখনও একত্রে দেখা যায়নি।

যদিও এই তিন অভিনেতার ক্যারিয়ারের শুরু মোটামুটি একই সময়ে, তবুও এখন পর্যন্ত তাদের একসঙ্গে কোন সিনেমায় দেখেননি দর্শক। আর বলিউডের দর্শকের অনেকেই এই তিন স্তম্ভকে একসঙ্গে দেখার অপেক্ষায়।

এই প্রসঙ্গেই মুম্বাইয়ে একটি শো-তে উঠে আসে তিন খানের একসঙ্গে কাজ করার প্রসঙ্গ। এমনই এক প্রশ্ন করে বসেন কিং খানের এক ভক্ত।
 
প্রশ্নটি ছিল, শাহরুখ, আমির, সালমানকে একসঙ্গে কবে বড় পর্দায় দেখা যাবে? তখনই মজার ছলে উত্তর দেন নায়ক।
 
তিনি বলেন, “প্রযোজক এবং পরিচালকদের আমাদের তিন জনকে একসঙ্গে সিনেমাতে নেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই কাজ করব। আর আমাদের তিন জনেরই তিন রকমের কাজের অভ্যাস এবং নানা চাহিদা রয়েছে। সেগুলো সহ্য করতে পারলেই কাজ করব আমরা।”

প্রসঙ্গত, আমির-সালমানকে একই সিনেমাতে দেখেছে দর্শক। আবার অন্য দিকে শাহরুখ-সালমানও অনেক সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন। সেই সিনেমারও লম্বা তালিকা রয়েছে। তবে তিন জনকে এক সঙ্গে দেখা যায়নি কখনও।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি