এবার নেটফ্লিক্সে বাঁধন
প্রকাশিত : ২০:০৫, ৩০ আগস্ট ২০২২
বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া’র একটি চরিত্রের জন্য বাংলাদেশের একাধিক অভিনেত্রীর কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু তারা সেটা ফিরিয়ে দিয়েছেন। অবশেষে সেই সিনেমায় যুক্ত হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
সোমবার (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় টিজার। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে।
এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি বাঁধনের।
নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প তুলে ধরা হবে।
যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ সেপ্টেম্বর ‘খুফিয়া’র একটি টিজার প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় বলিউডের জনপ্রিয় অভিনেতা আলী ফজলকে। এ ছাড়া ডেসক্রিপশনে রয়েছে অভিনেত্রী টাবু ও ওয়ামিকা গাব্বির নাম।
এমএম/