ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার বোনের সঙ্গে শাহরুখ পুত্রর নতুন রসায়ন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নতুন রসায়নের ঝলক ছড়াচ্ছে বলিউডে। শাহরুখ খান-ক্যাটরিনা কাইফ জুড়ি পর্দায় আগে থেকেই বেশ আলোচিত। যদিও এবার পর্দার বাইরে তবুও তাদের পরের প্রজন্মের, মানে শাহরুখ পুত্র আরিয়ান এবং ক্যাটরিনার বোন ইসাবেলের নাম চর্চায় এসেছে নতুন রসায়নে। 

মঙ্গলবার (৩০ আগস্ট) যার সূত্রপাত হয় যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে। যেখানে শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে দেখা গেল একসঙ্গে। সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

জানা গেছে, শ্রুতি চৌহান নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আরিয়ান ও ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলের ছবি পোস্ট করা হয়। আসলে শ্রুতিরই জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন দু’জন। সেখানেই ক্যামেরার সামনে পোজ দেন। আর সেই ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়।

তার সূত্রধরেই কেউ কেউ আবার আরিয়ানের সঙ্গে ইসাবেলের নৈকট্যের প্রসঙ্গও তুলছেন। অবশ্য আরিয়ান-ইসাবেল এক ফ্রেমে ধরা দেননি। শ্রুতির সঙ্গেই তাদের ছবি রয়েছে।

প্রসঙ্গত, ক্যাটরিনার পথ অনুসরণ করে ইতোমধ্যেই বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পঞ্চোলীর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি