ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর ও কৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাইয়ের জিও কনভকেশন সেন্টারে বসেছিল বলিউডের সবচেয়ে ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড নাইট ফিল্মফেয়ারের ৬৭তম আসর। বরাবরই এই অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া বা জেতা সম্মান ও গৌরবের। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।

মঙ্গলবার (৩০ আগস্ট) অ্যাওয়ার্ড নাইট সঞ্চালনা করেছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। আর পারফর্ম করেছন  কিয়ারা আদভানি থেকে বরুণ ধাওয়ানের মতো এই সময়ের তারকারা। 

জমকালো আয়োজনে ৬৭তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।

 ‘এইটি থ্রি’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রণবীর। আর ‘মিমি’ সিনেমায় এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি স্যানন। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’।

বলিউডের সবচেয়ে পছন্দের জুটির অন্যতম রণবীর-দীপিকা। এদিন রূপকথার গল্পের মতোই তাদের প্রেম কাহিনি। পর্দায় তাদের রসায়ন যেমন চোখ টানে, তেমনই বাস্তবেও ‘দীপবীর’-এর রসায়ন থেকে চোখ ফেরানো দায়! 

অন্যদিকে, ফিল্মফেয়ার অনুষ্ঠানের লাল গালিচায় ঝলমলে শাড়িতে বেশ স্টাইলিশ লাগছিল ক্যাটরিনা কাইফকে।

প্রেগন্যান্সি নিয়ে ওঠা গুঞ্জনের মধ্যেই এদিন তাক লাগান সুন্দরী। তাপসী পান্নু, ইয়ামি গৌতমের গ্ল্যামারাস অবতারও ছিল দেখার মতো। এবারের ফিল্মফেয়ার সঞ্চালনা করেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।

৬৭তম ফিল্মফেয়ারের বিজেতা তালিকায় চোখ রাখলে দেখা যাবে ‘শেরশাহ’ আর ‘সর্দার উধম’-এর কাছে কেউ ধাপে টেকেনি। একচেটিয়া রাজ করেছে এই দুই সিনেমা।

এছাড়াও এবারের অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা।

চলুন দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার ২০২২-এর বিজেতা তালিকা--
সেরা অভিনেতা- রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচকদের নজরে)- ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী (সমালোচকদের নজরে)- বিদ্যা বালন (শেরনি)
সেরা পরিচালক- বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা ছবি (পপুলার)- শেরশাহ
সেরা ছবি (ক্রিটিক)- সর্দার উধম
সেরা সহ-অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা সহ-অভিনেত্রী- সাই তমহাঙ্গার (মিমি)
সেরা গল্প- অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)
সেরা ডায়লগ- দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)
সেরা চিত্রনাট্য- শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)
সেরা নবাগত অভিনেতা- ইহান ভাটফর (৯৯ সংস)
সেরা নবাগতা অভিনেত্রী- শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)
সেরা মিউজিক অ্যালবাম- তনিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)
সেরা লিরিক্স- কৌসর মুনির-লেহেরা দো (৮৩)
সেরা গায়ক- বি প্রাক- মন ভরেয়া২.০ (শেরশাহ)
সেরা গায়িকা- আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)
সেরা অ্যাকশন- শেরশাহ
সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক- শান্তনু মৈত্র (সর্দার উধম)
সেরা কোরিওগ্রাফি- বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)
সেরা সিনেমাটোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা কস্টিউম- সর্দার উধম
সেরা এডিটিং- শেরশাহ
জীবনোত্তর সম্মান- সুভাষ ঘাই

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি