ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নতুন জুটি সাইমন-বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১ সেপ্টেম্বর ২০২২

সিনেমার নতুন জুটি হয়ে আসছেন সাইমন সাদিক ও শবনম বুবলী। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। নতুন সিনেমাটির নাম চাদর। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটির প্রযোজক চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)।

চাদর সিনেমায় সাইমন ও বুবলীর চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমে করেছেন সাইমন সাদিক। 

তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) এফডিসিতে বিকেলের দিকে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।’

সিনেমাটির অনুদানপ্রাপ্তির সময় নির্মাতা জাকির হোসেন রাজু গণমাধ্যমে বলেন, ‘চাদর একটি দরিদ্র নারীর গল্প। একজন দরিদ্র অসহায় নারী সবদিক থেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন। কেমন হয় সেই পরিস্থিতি, সেটাই সিনেমায় তুলে আনার চেষ্টা করব।’

গল্পের ধারণা দিয়ে সাইমন গণমাধ্যমে জানান, সমাজ পরিস্থিতির গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে কবি চরিত্রে অভিনয় করবেন সাইমন। সিনেমায় আরও আছেন মনিরা মিঠু।

সাইমন বলেন, ’১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকার বিভিন্ন লোকেশনে হবে এটি।’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি