ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও জেরার মুখে নোরা ফাতেহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি আবারও জেরার মুখে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়েছে তার নাম। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।

জানা যায়, সুকেশের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অভিনেত্রী নোরাকে। কোটি কোটি টাকা তছরুপের মামলায় একই সঙ্গে নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। অতিরিক্ত চার্জশিটে তার নামও জু়ড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর।

শুধু জ্যাকলিন নয়, একই মামলায় প্রশ্নের মুখে নোরা ফাতেহি। সুকেশের দেওয়া দামি উপহার উপভোগ করেছেন নোরাও। এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার তলব করেছিল। শুধু তাই নয়, ডিসেম্বরেই জানা গিয়েছিল ইডির হয়ে এবং সুকেশের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নোরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি