ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোকে ভাসছে ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অসংখ্যা কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকে স্তব্দ শোবিজ অঙ্গন। মৃত্যু শোকে ভাসছে ফেসবুকসহ সামাজিক মাধ্যম।

রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গাজী মাজহারুল আনোয়ার দীর্ঘ ৬০ বছর বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমের জন্য গান রচনা করেছেন। তিনি এ সময়ের মধ্যে ২০ হাজার গান লিখেন। এসব গানের মধ্যে অনেকগুলোই কালজয়ী। বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ বাংলা গানের তালিকায় ঠাঁই পেয়েছে তার লেখা তিনটি গান।

বরেণ্য এই প্রতিভার মৃত্যুতে শোক বই হয়ে ওঠেছে ফেসবুক। ঢালিউড সুপারস্টার শাকিব খান এক পোস্টে লিখেন, ‘বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি রেখেছেন বিস্ময়কর সব সাফল্য। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ; বৈচিত্রময় সব অনুভূতি প্রকাশে এদেশের মানুষের হৃদয়ে মনিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি।’

নায়ক ওমর সানী লিখেছেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম; বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’

নায়ক অনন্ত জলিল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

জনপ্রিয় গায়িকা কনকচাঁপাও ফেসবুকে শোক প্রকাশ করেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করি।’

কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘বাংলা গানের কালপুরুষ গাজী মাজহারুল আনোয়ার আর আমাদের মাঝে নেই। এই কিংবদন্তির প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। স্রষ্টা যেন শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সইবার শক্তি দেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধার সঙ্গে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের আত্মার শান্তি কামনা করছি!’

নায়ক কাজী মারুফ লিখেছেন, ‘গাজী মাজহারুল আনোয়ার সাহেব নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ফিল্ম জীবনের একজন অভিভাবক, আমার বাবা কাজী হায়াতের একজন ভাই ও বন্ধু নেই, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুন। দোয়া করবেন আপনারা সবাই।’

নায়ক নিরব হোসাইন লেখেন, দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

গাজী মাজহারুল আনোয়ার ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার পুরস্কারের সংখ্যা ১১০। ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ লাভ করেন গাজী মাজহারুল আনোয়ার।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি