ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘লাল সিং চাড্ডা’, কত কোটিতে বিক্রি হল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২২

বক্স অফিসে বেহাল দশা আমির খানের ‘লাল সিং চাড্ডা’র। এই ছবি ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছেই না। কখনও বয়কট। তো কখনও আমির খানকে নিয়ে নেটমাধ্যমে তুলোধনা। তবে লাল সিং চাড্ডার বক্স অফিসের অবস্থা দেখে ক্ষমা চেয়েছেন আমির খান। এমনকী, তিনি পারিশ্রমিকও নেবেন না ঠিক করেছেন। লাল সিং চাড্ডা নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, সেই সময় আমিরকে সুখবর দিল নেটফ্লিক্স। দীর্ঘ আলাপ-আলোচনার পর নেটফ্লিক্স রাজি হল ‘লাল সিং চাড্ডা’র স্ট্রিমিংয়ে। খবর অনুযায়ী, আগামী ২০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে আমিরের বহু আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’।

অন্যান্য ওটিটির মতো প্রথমে লাল সিং চাড্ডার ব্যাপারে নিমরাজি ছিল নেটফ্লিক্সও। তবে আমির বার বার বৈঠক করেন সংস্থার সঙ্গে। শেষমেশ নেটফ্লিক্স রাজি হয় ছবিটি দেখানোর জন্য। সূত্রের খবর আশি কোটি টাকায় নেটফ্লিক্স কিনে নিয়েছে ‘লাল সিং চাড্ডা’কে।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণেই তৈরি ‘লাল সিং চাড্ডা’। যদিও এতে কিছু দেশীয় ছোঁয়া দিয়েছেন পরিচালক। তবে ছবিটি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তা বয়কটের ডাক দেওয়া হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল আমির খানের বিরুদ্ধে। সেই প্রভাবেই কার্যত ভরাডুবি লাল সিং চাড্ডার। সূত্রের খবর, ছবিটি বক্স অফিসে জোর ধাক্কা খাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছে নাকি হতাশাও প্রকাশ করেছেন তিনি। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছে না কেউই।

অন্যদিকে, দেশে না চললেও, বিদেশের বক্স অফিস কাঁপাচ্ছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’। দেশে যখন এই ছবি ঘিরে বয়কটের ডাক, নানা মামলা মোকদ্দমা। ঠিক সেই সময় বিদেশের পার্টি প্রশংসিত লাল সিং চাড্ডা। শুধু প্রশংসিতই নয়, নতুন হিসাব বলছে, বিশ্ব বাজারে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, ‘ভুল ভুলাইয়া’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির থেকেও বেশি ব্যবসা করছে ‘লাল সিং চাড্ডা’। রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্ব বাজারে প্রায় ৫৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘লাল সিং চাড্ডা।’

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি