ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয় নায়ক, যেখানে আছো ভালো থেকো: শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় নায়ক সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি নিজের প্রতিভার এতখানি বিস্তৃতি ঘটিয়েছিলেন যে, তার মৃত্যুর ২৬ বছর পরেও ভক্তদের মনে সমান উন্মাদনা কাজ করে। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই নায়ক। মৃত্যুবার্ষিতে তাকে স্বরণ করেছেন তার সহকর্মীরা।

এই দিনে তাকে স্বরণ করেছেন শাবনূর। সুদূর অস্ট্রেলিয়া থেকে অন্তর্জালে দিলেন বার্তা। সালমানের সঙ্গে ফ্রেমেবন্দি কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা। সঙ্গে লিখেছেন, ‘অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক, যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক, আমিন।’

প্রসঙ্গত, সালমান শাহ ও শাবনূর প্রথমবার জুটি বেঁধেছিলেন ১৯৯৪ সালের ‘তুমি আমার’ সিনেমায়। দর্শক তাদের রসায়নে মুগ্ধ হয়, সিনেমা দেখে লাভের মুখ। এরপর এই জুটিকে নিয়ে একের পর এক সিনেমা নির্মিত হয়েছে। প্রত্যেকটিই পেয়েছে দারুণ সাফল্য।

তিন বছরের সিনে জীবনে ২৭টি সিনেমায় কাজ করেছিলেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। এই জুটির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘রঙিন সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি