ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূর্ণিমার নতুন সিনেমা ‘আহারে জীবন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির নাম ‘আহারে জীবন’। ৭ সেপ্টেম্বর ছটকু আহমেদের পরিচালনায় সিনেমাটিতে চুক্তিবন্ধ হয়েছেন এই নায়িকা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির সহযোগী পরিচালক তাজু কামরুল।

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় পূর্ণিামার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত সহ অনেকে।

করোনাকালীন সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হবে সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, গত ২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।

সর্বশেষ তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি