ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রানির মৃত্যুতে শোক প্রকাশ করে তোপের মুখে শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৯ সেপ্টেম্বর ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা গেছেন। গত ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন তিনি। 

রানির মৃত্যুতে বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্রনেতারা শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তিকামনা করেছেন তারকারাও। সেই ধারাবাহিকতায় শোক জানাতে গিয়ে সমালোচনার শিকার হলেন টালিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

রানি এবিজাবেথের তরুণ সময়ের একটা ছবি শুভশ্রী শেয়ার করেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে এই পোস্ট সেভাবে ভালো লাগেনি নেটিজেনদের। ভারতের উপর ব্রিটিশ শাসন টেনে এনেছেন তাঁরা। সঙ্গে কোহিনূর প্রসঙ্গও। একজন লিখলেন, “বোঝা যাচ্ছে মন থেকে দাসত্ব এখনও ঝেরে ফেলতে পারেননি।”  

অপরজন লিখেছেন, “যদি মারা যাওয়ার আগে কোহিনূর ফেরত দিয়ে যেত তাও বুঝতাম আপনার এই পোস্টের গুরুত্ব আছে। সবাই যে কেন এত ন্যাকামো করছে, কে জানে!”

যদিও এসব নিয়ে অভিনেত্রী কোন প্রতিক্রিয়া দেখান নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি