ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বলিউডে পা রাখছেন ইয়োহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২২

হঠাৎ একটি গানেই পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। সেই থেকেই তুঙ্গে তার রবি ও বৃহস্পতি। তিনি শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইয়োহানি ডি সিলভার। তার গলায় ‘মানিকে মাগে হিথে’ এক সময় ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সে নাম লেখাতে চলেছে বলিউডে।

জানা গেছে, অজয় দেবগনের সিনেমা ‘মানিকে মাগে হিথে’ দিয়ে বলিউডে পা রাখলেন ইয়োহানি। সঙ্গীত পরিচালনায় তানিষ্ক বাগচি।

শীঘ্রই আসতে চলেছে অজয় দেবগনের সিনেমা ‘থ্যাঙ্ক গড’। আর এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন সিংহলি গায়িকা ইয়োহানি ডি সিলভা। বলিউড সিনেমার জন্য নতুন করে ‘মানিকে মাগে হিথে’ গাইলেন তিনি। এবার গানের শব্দগুলো হিন্দিতে রূপান্তর। ইতোমধ্যেই শেষ হয়েছে যার রেকর্ডিং।

গান রেকর্ডের পর ইয়োহানির জানান, হিন্দিতে এই গান গাওয়াটা তার কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। 

হিন্দি সংস্করণে এই গান গাওয়ার প্রসঙ্গে ইয়োহানি বলেন, “ভাষাটা শেখা, রপ্ত করা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।

ছোটবেলা থেকেই হিন্দি গান অনেক শুনি। কিন্তু কোনও সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।”

এদিকে ইয়োহানির সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচি নিজেও। 

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি