ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শর্মিলা ঠাকুরের বায়োপিকে নাতনি সারা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের এই স্টার কিড সবসময় আলোচনাই থাকেন। ক্যারিয়ারের শুরু থেকেই লাইমলাইটে সইফ-অমৃতা কন্যা সারা। তার ব্যক্তিগত জীবন নিয়েও কম হইচই হয়নি। সম্প্রতি দাদি শর্মিলা ঠাকুরকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, পর্দায় তিনি কি ঠাকুমার চরিত্রে অভিনয় করতে চান?

Roposo Live-এর একটি অনুষ্ঠানে আসলে সঞ্চালক সারাকে এই প্রশ্ন করেন। 

তখন ‘সিম্বা’ সিনেমার নায়িকা উত্তরে বলেন, ‘ওনার মধ্যে একটা আলাদাই লালিত্য আর কমনীয়তা রয়েছে, আমি জানি না আমার মধ্যে ওই ব্যাপারটা আছে কিনা'।

নিজের সময়কার অন্যতম সেরা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাংলা হোক বা হিন্দি- একাধিক ভাষার সিনেমায় নিজের ছাপ রেখেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

সইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিং-এর দুই সন্তান- সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির হাত ধরে রুপোলি সফর শুরু হয়েছিল সারার। এরপর আর পিছনে ফিরে তাকাননি তিনি। সারাকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘আতরঙ্গি রে’ সিনেমাতে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি