ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্যুটিংয়ে দুর্ঘটনার মুখে কেট উইন্সলেট, ভর্তি হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’-র শ্যুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন।

শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কেট উইন্সলেট। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি তিনি। তবে সুস্থ রয়েছেন। চলতি সপ্তাহেই আবার ফিরবেন শ্যুটিং ফ্লোরে। ক্রোয়েশিয়ায় ছবির শ্যুটিংয়ের সময় এই দুর্ঘটনা।

একটি সংবাদমাধ্যম দাবি করেছে, শ্যুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান ‘টাইটানিক’-এর রোজ। তাকে তড়িঘড়ি কাছের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। চলতি সপ্তাহেই ছবির কাজে ফিরবেন।

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’-র শ্যুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি