ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আবারও পরমব্রতর সিনেমায় প্রসেনজিৎ, তবে...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

এই পূজায় নতুনভাবে ধরা দিতে আসতে চলেছেন টালিউডের জনপ্রিয় মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পূজার সিনেমা ‘কাছের মানুষ’-এর প্রচারে চূড়ান্ত ব্যস্ত এই নায়ক। এই সিনেমায় আবার মহানায়কের সঙ্গী দেব। তবে এরই মধ্যে এলো নতুন খবর! এবার নাকি পরমব্রতর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ।

পরমব্রত আর প্রসেনজিৎ-এর আগেও জুটি বেঁধেছিলেন ‘লড়াই’-এ। সেই সিনেমার পরিচালনায়ও ছিলেন পরমব্রত। কিন্তু এবার তার প্রযোজনায় হলেও, সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অন্য কেউ।

টলিপাড়ায় গুঞ্জন, পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘রোডশো ফিল্মস’র নতুন সিনেমায় সই করেছেন নায়ক। পরিচালক রাজা চন্দ। 

পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সবটাই প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত কিছু হয়নি।” তবে শোনা যাচ্ছে, পূজার পরই শুরু হবে শ্যুটিং।

‘কাছের মানুষ’-এর পর ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র প্রচার পর্বও অল্প অল্প করে শুরু করেছেন। বেশ অনেক বছর হলো অন্য ধারার সিনেমাতে দেখে অভ্যস্ত তার অনুরাগীরা। 

এবার পরমব্রত প্রযোজিত রাজা চন্দ পরিচালিত এই সিনেমাতে তাকে কোন অবতারে দেখা যাবে, সেটাই এখন দেখার। সূত্র- আনন্দবাজার অনলাইন

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি