ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘বিশেষ খাবার’ খেয়ে ‘ফুড কোমা’য় চলে গেলেন কারিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২২

বলিউডের ‘বেবো’ এবং ‘লোলো’ সম্প্রতি তাদের বান্ধবী রুতুজা দিবেকরের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সারেন মধ্যাহ্নভোজ। সমাজমাধ্যমে তারই কিছু মুহূর্ত তুলে ধরেছেন কাপুর পরিবারের দুই কন্যা। রুতুজা পেশায় পুষ্টিবিদ। তাই খাবারের তালিকাও ছিল অন্য রকম। রতুজা মহারাষ্ট্রের এমন কিছু খাবার রান্না করেছিলেন, যা সুস্বাদু এবং পুষ্টিগুণেও ভরা।

জুনকা বাখার, অম্বারি ভাজি, কোঠিম্বির বড়ি, সোলকড়ির মতো আরও নানা উপাদেয় খাবার ছিল দুপুরের মেনুতে। এমন আয়োজন করার জন্য সমাজমাধ্যমে রুতুজাকে ধন্যবাদ জানিয়েছেন দু’জনে। কারিনা জানিয়েছেন, রুতুজার বাড়িতে এই খাবার খেয়ে তিনি ‘ফুড কোমা’য় চলে গিয়েছেন।

গত বুধবার রাতে মুম্বাইয়ে জাঁকজমক করে নিজের জন্মদিন পালন করলেন কারিনা কাপুর খান। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কপুর, আলিয়া ভট্ট, মালাইকা অরোরা, করণ জোহর, সোহা আলি খান এবং কুনাল খেমু।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি