ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিরেও তাকালেন না দেবের দিকে! কোন নায়কের গালে চুমু খেলেন রুক্মিণী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টালিপাড়ায় তাদের জু়ড়ি মেলা ভার। প্রথম সারির জুটির কথা উঠলে তাদের কথাই সবার প্রথম মাথায় আসে। তারা হলেন দেব এবং রুক্মিণী মৈত্র। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন— সর্বত্রই এই জুটির রসায়নে মজে দর্শক। দেবের ছবিতে রুক্মিণী থাকুন বা না থাকুন, বিভিন্ন ভাবে তাকে জড়িয়ে থাকতে দেখা যায় নায়িকাকে। আর এ বার নায়িকার কাছের মানুষের ‘কাছের মানুষ’ মুক্তি পাচ্ছে, কিন্তু কই তাকে তো কোথাও দেখা যাচ্ছে না! ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘কাছের মানুষ’।

এ বার ছবির প্রচারে তো খুব বেশি দেখা গেল না রুক্মিণীকে, উল্টে নায়ককে পাত্তাই দিলেন না নায়িকা। চুমু খেয়ে বসলেন অন্য নায়কের গালে। ভাবছেন এ-ও কি সম্ভব? বাস্তবে সত্যিই এটাই ঘটেছে। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন রুক্মিণী। যেখানে দেখা যাচ্ছে, নিজের কাছের মানুষকে বেছে নিচ্ছেন নায়িকা। না, তিনি দেব নন। ‘কাছের মানুষ’ হিসাবে দেব নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেছে নিলেন রুক্মিণী। ফিরেও তাকালেন না দেবের দিকে। এটাও অবশ্য প্রচারেরই একটা অংশ। দেবের ছবি মুক্তি, আর রুক্মিণী এমন চমক দেবেন না, তা-ও কী কখনও হয়!

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি