ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অতঃপর, শাকিবের নতুন প্রেমের গুঞ্জন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৩০ সেপ্টেম্বর ২০২২

শাকিব খান ও পূজা চেরি

শাকিব খান ও পূজা চেরি

অপু-বুবলীকে বাদ দিয়ে শাকিব খানের নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ঢাকাই সিনেমার কিং খান নাকি এবার মজেছেন বয়সে অনেক ছোট নায়িকা পূজা চেরির প্রেমে! শোনা যাচ্ছে, শাকিব-পূজা দুজনেই নাকি এখন মজেছেন দুজনার প্রেমে!

এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এক প্রযোজক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, শাকিবকে চাপে ফেলার জন্যই নাকি বুবলী হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন।

গত ২৭ সেপ্টেম্বর চিত্রনায়িকা শবনম বুবলীর বেবি বাম্প প্রকাশের পর গুঞ্জনে এসেছে আরেক অভিনেত্রী পূজা চেরীর নাম। বুবলী কেন হঠাৎ করে বেবি বাম্বের ছবি প্রকাশ করলেন- তারই সমীকরণ মেলাতে গিয়ে অনেকেই খুঁজে পাচ্ছেন পূজার নাম।

শাকিব খানের পক্ষ থেকে পূজার বাড়িতে নাকি বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল। আর সেই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পরিচালক উত্তম আকাশ। এমনটাই জানান ওই প্রযোজক।

তবে পরিচালক উত্তম আকাশ জানান, তথ্যটি ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমিও একটা জায়গায় শুনলাম বিষয়টি, কিন্তু সত্যি করে বলছি, আমি বুবলী-পূজা কোনো বিষয়েই নেই। আমি কয়েক বছর ধরে কানাডা থাকছি। সিনেমার অবস্থা খারাপ বলে দূরেই থাকছি।’

এদিকে, নায়িকা বুবলীর সঙ্গে পূজার হাতাহাতির গুঞ্জনও আছে চলচ্চিত্রপাড়ায়। নাম প্রকাশ করতে না চাওয়া ওই প্রযোজক এ প্রসঙ্গে জানান, তিনি অনেকের কাছ থেকে বিষয়টি শুনলেও অভিনেত্রী পূজার মা তাকে এ ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা গলুই সিনেমার শুটিং থেকে। এমনকি, পূজা যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন, সেটার পেছনেও শাকিব খানের হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের পর কেন গুঞ্জনে এলো পূজা চেরীর নাম? এ বিষয়ে জানতে পূজা চেরীকে অনেকবার ফোন করেও পাওয়া যায়নি।

জানা যায়, ‘বীর’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন, তখনই প্রেগনেন্ট ছিলেন বুবলী। সেই অবস্থাতেই সিনেমাটির একটি গানে শুটিংও করছিলেন নায়িকা।

সিনেমাটির নায়ক তখন তাকে সংসার খরচবাবদ মাসে এক-দুই লাখ টাকা দিতেন। তবে কিছুদিন না যেতেই সংসার খরচ দেয়া বন্ধ করে দেন নায়ক। এতে চরম দুরবস্থার মধ্যে পড়েন বুবলী। মানসিক টানাপোড়েন এবং সন্তানের ভবিষ্যত নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। 

ওই প্রযোজক জানান, এর মধ্যেই বুবলী জানতে পারেন, নতুন নায়িকা পূজা চেরির সঙ্গে ওই নায়কের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। পূজা নাকি ওই নায়কের বাসায়ও থাকতে শুরু করেন এবং থাকছেন।

কয়েকদিন আগে বুবলী তার সেই নায়কের বাসায় গিয়ে পূজা চেরিকে হাতেনাতে ধরেও ফেলেন। এরপর থেকেই বুবলী সিদ্ধান্ত নেন, ওই নায়কের সঙ্গে তার বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে আনবেন তিনি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন বছর আগে মার্কিন মূলুকে তোলা ‘বেবি বাম্প’র ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

পরে তো সন্তানসহ প্রকাশ্যেই এলেন নায়িকা শবনম বুবলী। শুক্রবার দুপুরে ফেসবুকে ছেলের বেশকিছু ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। একটি ছবিতে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে আছেন তিনি। আরো দুটি ছবিতে দেখা যায় ছেলে শেহজাদকে কোলে নিয়ে হাসছেন শাকিব খান। এছাড়াও এককভাবে অনেকগুলো ছবিও প্রকাশ করেছেন।

ছবিগুলো প্রকাশ করে বুবলী লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

অভিনেত্রী আরো বলেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান-এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

এর আগে, ২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলী। 

আর এর পরই শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে, দীর্ঘদিন গোপনে থাকা এই বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু বিশ্বাসই। একটি টিভি চ্যানেলে এসে লাইভে শাকিবের সঙ্গে নিজের সম্পর্কের কথা, সন্তানের কথা বলতে বাধ্য হন অপু বিশ্বাস।

এরপর ২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ-বিচ্ছেদ কার্যকর হয়। এর ফলে দুজনের পথ বেঁকে যায় দু’দিকে। দুজনই নতুন করে নিজ নিজ ক্ষেত্রে মনোযোগী হন।

চলচ্চিত্রে শাকিবের সঙ্গে নিয়মিত জুটি হন শবনম বুবলী। ফলে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের বিষয়টি জোরালো হয়। বেশ কয়েকটি সিনেমায় জুটি বাধেন তারা। 

এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলী। জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে। ১১ মাস নিভৃতে ছিলেন সেখানেই। ওই সময় শোনা যায়, বুবলী অন্তঃসত্ত্বা। সন্তান জন্ম দেয়ার জন্যই নিউ ইয়র্ক গেছেন। 

পরে চলচ্চিত্রপাড়ার বাতাসে শোনা যায়, বুবলী মা হয়েছেন, বাবা হয়েছেন শাকিব। আজ সে বিষয়টি চূড়ান্তভাবে স্পষ্ট। রীতিমত ভাইরাল। আর এরই মাঝে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদ ও শাকিবের নতুন প্রেম তথা পূজাতে মজে আছেন- এমন গুঞ্জন!

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি