ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ইটিভির ফোনোলাইভ কনসার্টের অতিথিশিল্পী ফকির শাহাবুদ্দিন, দিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৪ অক্টোবর ২০২২

দুর্গাপূজার নবমীর রাতে একুশে টেলিভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্টে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দিন ও দিতি সরকার।  

প্রায় তিন দশকের সংগীতজীবনে মাটির গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন ফকির শাহাবুদ্দিন। লোকগানের কিংবদন্তি শাহ্‌ আবদুল করিমের সান্নিধ্য পাওয়া এই শিল্পীর গানে ফুটে ওঠে চিরায়ত বাংলার সৌন্দর্য্য। তার অসাধারণ পরিবেশনায় জমে উঠেছিল 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট'-এর পঞ্চম আসর।

অপরদিকে দিতি সরকার ২০১৪ সালে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’য় সেরা হন। এরপর থেকে নিয়মিত গান করে চলেছেন লোকসংগীতে স্নাতকোত্তর এই শিল্পী।

১ অক্টোবর থেকে শুরু হওয়া অনুষ্ঠানটির এই চতুর্থ পর্ব প্রচারিত হবে মঙ্গলবার রাত সাড়ে ১১টায়। 

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

লাইভ কনসার্ট ছাড়াও দুর্গাপূজা উপলক্ষে একুশে টেলিভিশনে চণ্ডীপাঠের আসর ‘নমো চণ্ডী, পূজার গানের অনুষ্ঠান ‘শারদ সঙ্গীত’সহ নানা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। 
 
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি