ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঢালিউড পাড়ায় কিং খানকে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এরই মাঝে এসেছে নতুন খবর। সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সিনেমার নাম চূড়ান্ত না হলেও এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন রাফি। নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে কাজের কথা।

শকিব ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন- “আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের— সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোন গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।

অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

বাংলাদেশী সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফীর কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।

“দামাল” এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সাথে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন ওটপি খান ও মনিরুজ্জামান।

এই ছবির নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল।

দোয়া করবেন আমার জন্য।

শাকিব ভাই সাথে আমার প্রথম এই প্রোজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে।”

জানা গেছে, সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে নভেম্বরে। আর ধারণা করা হচ্ছে পূজা চেরীই হবেন শাকিব খানের নায়িকা!

ঠিক যখন শাকিব খানকে ঘিরে পূজা চেরীর নাম বাতাসে ভাসছে তখন ৩০ সেপ্টেম্বর চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। জানিয়ে দিয়েছেন তাঁদের আড়াই বছরের সন্তানের নাম শেহবাজ খান বীর।

অপরদিকে, ঢালিউড তারকা শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসলে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি