১৩ বছর পর বাংলাদেশের মঞ্চে গাইবেন কবীর সুমন
প্রকাশিত : ১১:৪১, ৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৪২, ৬ অক্টোবর ২০২২
জনপ্রিয় শিল্পী কবীর সুমনের বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে তার একক গানের অনুষ্ঠান। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ১৫, ১৮ ও ২১ অক্টোবর।
সুমন আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল গাইবেন এ অনুষ্ঠানে। তিনি শেষবারের মতো বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ঠিক ১৩ বছর পর আবারও বাংলাদেশের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে আয়োজকরা।
শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজনটি টিকিট কেটে যে কেউ দেখতে পারবেন। আয়োজকদের ইভেন্ট পেজ ও কবীর সুমনের পেজ থেকে টিকিটের মূল্য জানিয়ে বলা হয়, শুক্র-শনিবারে আউটলেটে পৌঁছে যাবে টিকিট। আউটলেটগুলোর নাম আর কোথায় কোথায় পাওয়া যাবে টিকিট, সেটা আলাদা ঘোষণায় জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গানের কথায়-সুরে অনায়াসে শাসক আর শোষকদের নির্মম সত্য বলে দিতে পারেন কবীর সুমন। সমাজের সংগতি আর অসংগতিগুলো তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন গানের মাধ্যমে। আবার দারুণভাবে বলতে পারেন প্রেমের কথাও।
এসএ/