ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবকে নিয়ে সিনেমা বানাবেন আরিয়ান ও তপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আলোচিত নাটক 'বড় ছেলে', ওটিটি কনটেন্ট 'নেটওয়ার্কের বাইরে' এর জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। আর তিনি সিনেমাটি বানাবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে। 

এছাড়া 'লিডার- আমিই বাংলাদেশ' সিনেমার পরিচালক তপু খানের নতুন আরেকটি সিনেমায়ও কাজ করবেন শাকিব খান।

শাকিব খানকে নিয়ে আরিয়ান ও তপুর নতুন সিনেমা নির্মাণ করার কথা জানিয়েছেন শাকিব নিজেই। তিনি দেশের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আরিয়ান ও তপুর পরিচালনায় নতুন সিনেমা করার কথা জানান।

তবে দুই পরিচালকের কেউই তাদের সিনেমার বিস্তারিত জানাননি। সিনেমার নাম, অভিনয়শিল্পী, কবে শুরু হতে পারে, তার কিছুই জানাননি তারা।

নতুন ভাবনার, নতুন দিনের পরিচালকদের সঙ্গে কাজ করতে ভালোবাসেন শাকিব, সে কথা আগেও জানিয়েছেন চিত্রনায়ক। তপু, আরিয়ান ছাড়াও হিমেল আশরাফ এবং রায়হান রাফির পরিচালনায় সিনেমা করার পরিকল্পনা সে কথারই ইঙ্গিত দেয়।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি