ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

কাতার বিশ্বকাপে উন্মাদনা বাড়াতে ফিফা’র নতুন গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৮ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:২৯, ৮ অক্টোবর ২০২২

হাতে আর মাত্র দু’মাস। তার পরই শুরু হবে বিশ্বকাপ ফুটবল। খেলার দুনিয়ার অন্যতম বড় আয়োজন ঘিরে উন্মাদনা তুঙ্গে। নজরে রয়েছে এবারের বিশ্বকাপ ফুটবলের থিম গান নিয়েও। বিশ্বকাপ ফুটবলের থিম গান নিয়ে আকর্ষণ বরাবরই থাকে। 

‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের মঞ্চে যে উন্মাদনা বিশ্বব্যাপী চলতে তা আরও ছড়িয়ে দিতে নতুন আরেকটি গান প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। এর আগে ‘হায়া হায়া’ শিরোনামে একটি গান প্রকাশ করেছিল ফিফা।

৭ অক্টোবর (শুক্রবার) ফিফা নিজেদের ইউটিউব চ্যানেলে ‘লাইট দ্য স্কাই’ নামক গানটা ভক্তদের জন্য প্রকাশ করেছে। এই গানে কণ্ঠ মিলিয়েছেন চার দেশের চার অভিনেত্রী-গায়িকা। যেখানে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহী থেকে শুরু করে আমিরাতের বালকিস ফাথি, ইরাকের রাহমা মেজের এবং মরক্কোর মানাল কণ্ঠ মিলিয়েছেন।

কেবল কণ্ঠ মেলানো নয়, এই চারজন গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি