ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আমাকে আমার মতো থাকতে দিন: বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৮ অক্টোবর ২০২২

শাকিব খান আর শবনম বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। তাদের কাণ্ড নিয়ে শোবিজ পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। তবে বরাবরের মতো এবারও নিশ্চুপ আছেন এই অভিনেত্রী। বুবলী কারও সঙ্গেই তার ব্যক্তিজীবন নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছেন না।

বর্তমানে সিনেমার শুটিং এ ব্যস্ত রয়েছেন বুবলী। সেখানেই ভিড় করছেন সাংবাদিকরা। কারণ একটাই, সবাই জানতে চান আসল ও বর্তমান ঘটনা। কিন্তু সংবাদকর্মীদের আনাগোনায় বিরক্ত বুবলী।

এ নিয়ে তার ভাষ্য, “আমি কাজ নিয়ে ব্যস্ত। আপাতত কাজেই মন দিতে চাই। যা বলার তা তো সকলে জেনেছে। আর কি বলার আছে!”

শুটিং সেটগুলোতে যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছে, তাতে বিরক্ত বুবলী। বলছেন, “নিজের কাছেই কেমন যেন লাগে। আমার যা বলার আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন।”

এই নায়িকা গণমাধ্যমকে আরও বলেন, “আপনারা আমার ঘরের মানুষ, আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাদের জন্য আজ এখানে। বর্তমান সময়টা কেমন যাচ্ছে, তা কিছুটা হলেও আপনারা বুঝেন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। এভাবে শুটিং সেটে এসে ভিড় জমাবেন না। বিষয়টি ভালো দেখায় না। সময় হলে আমিই সবাইকে নিয়ে কথা বলব, গল্প করব। কারণ আপনারাও আমার আপনজন।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি