ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি: অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস দুর্গাপূজা উদযাপন করতে কলকাতা গিয়েছেন। সেখানে গিয়ে ফটোশুটে অংশ নেন তিনি। 

পঞ্চমীর দিন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কলকাতায় যান অপু। বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে দেখা যায় তাকে। লাল সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর নিয়ে অপু বিজয়া দশমীর সিঁদুর খেলায় মেতে ওঠেন। সেই সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অপুর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের অনেকে বিস্মিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অপুর নতুন বিয়ের গুজব। 

বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও আজ সোমবার অপু ফেইসবুকে পোস্ট দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন: ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল। তারপর সিঁদুর খেলা ছিল।’

এদিকে বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সিনেমায় ও পূজার ফটোশুটে অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হবে ধারণা ছিল না। তাছাড়া সিঁদুর খেলা সাধারণত বিবাহিত নারীরা খেলেন। আমি সন্তানের মা, যে কারণে সিঁদুর খেলায় অংশ নিয়েছি। এর বাইরে আর কিছুই না। কয়েকদিন ধরে দেখছি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুজব। তাই বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার করলাম।’ 

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস।২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি।এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।অপু বিশ্বাস অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ও সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা দুটি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি