ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৩ অক্টোবর ২০২২

হাসপাতালে ভর্তি একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। 

গত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন এ অভিনেতা।

গত সপ্তাহে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নাসিম বলেন, “গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে মাসুম ভাইকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে আজ সকালে (বৃহস্পতিবার) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।”

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি