ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জাদুঘরে গান গাওয়ার অনুমতি মিলছে না কবীর সুমনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৪ অক্টোবর ২০২২

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছিলো আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তারা। এতে ভারতীয় সঙ্গীত শিল্পী কবির সুমনের গান গাওয়ার কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কাছে।

কিন্তু অতি গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা হওয়ায় পুলিশ এ অনুষ্ঠানের অনুমতি দেয়নি।

বিষয়টি জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, জাতীয় জাদুঘর একটি কি-পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা), কেপিআইয়ের ভেতর জনসমাবেশ বা এ ধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই।

তিনি বলেন, শিল্পীদের অনেক ক্রেজ থাকে। উনারা যে পরিমাণ টিকিট বিক্রি করেছে, তার চেয়ে যদি অনেক বেশি লোক চলে আসে এবং বাইচান্স ভাংচুর শুরু করে, তখন তো সমস্ত দোষ পুলিশের উপর এসে পড়বে। তখন প্রশ্ন আসবে- ‘কেনো কেপিআইয়ের ভেতর অনুমতি দিলো।

কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালের অক্টোবরে। তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরেছিলেন। মধ্যে এক যুগ কেটে গেলেও আর ঢাকায় আসেননি তিনি। এক সাক্ষাৎকারে অভিমানের সুরে বলেছিলেন, বাংলাদেশে আর কখনও আসবেন না তিনি।

এবারের অনুষ্ঠানটি ঘিরে তরুণদের উৎসাহ দেখে ঢাকায় আসার আগে এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে কবীর সুমন বলেন, আমার ৭৩ বছর চলছে। আর বেশি দিন তো নেই। আরো অনেক বছরও যদি বাঁচি, এই গলাটা তো আর থাকবে না। সুর তো থাকবে না। তাই যতদিন আছি, সকলে যদি শোনেন আমার খুব ভালো লাগবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি