ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অবকাশ যাপন শেষে শুটিংয়ে ফিরছেন তারিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১৫ অক্টোবর ২০২২

বেশ কিছুদিন আমেরিকায় অবকাশ যাপনে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দেশে ফিরেছেন গত ২ অক্টোবর। কয়েকদিন বিশ্রাম শেষে আবারও শুটিংয়ে ফিরছেন এ অভিনেত্রী। চলতি সপ্তাহেই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি। তবে কোনো খণ্ড নাটক নয়।

ধারাবাহিক নাটক দিয়েই অভিনয় শুরু করছেন। নাম ‘নির্দোষ’। এটি গ্লোবাল টিভিতে প্রচার হবে। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘দেশে ফিরে বিশ্রাম শেষে আবারও কাজ শুরু করছি। ধারাবাহিক নাটকটির শিডিউল আগেই দেওয়া ছিল। সে অনুযায়ী কাজ শুরু করব।’ এদিকে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ নামে একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তারিন।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় নায়লা নামে একটি চরিত্রে অভিনয় করেছি। এ সিনেমায় প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এ সিনেমার গল্পটাই নায়ক। কাজ করেও বেশ তৃপ্তি পেয়েছি। এটি মুক্তির অপেক্ষায় আছি।’
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি