ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিউজিক ভিডিওতে সাকিবের চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৯ অক্টোবর ২০২২

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অলরাউন্ডার এই ক্রিকেটার মাঠের বাইরেও চমক দেখিয়েছেন বহুবার। এবার গানের ভিডিওতে চমক নিয়ে আসছেন তিনি।

দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ‘টিু-২০ বিশ্বকাপ’কে উৎসর্গ করে প্রতিষ্ঠানটি প্রকাশ্যে আনছে ভিন্ন ধাঁচের গান ‘বিজয়রথ’। গানটি গেয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। আর এ গানের ভিডিওতে দেখা মিলবে সাকিবকে।

গীতিকার সাকী আহমেদের কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস গিটারিস্ট)। রাফা ও জুয়েলের এ গানে ড্রামসে সাজু, বেজ গিটারে রয়েছেন পাভেল।

গানের কথাগুলো এমন- ‍‘আসলে আসুক না বাধা/ কিছুতেই করি না ভয়/ ছিনিয়ে নেবই জানি বিজয়। একা নইতো আর এখন/ লড়বই বীরের মতোন/ এ পৃথিবী অবাক চেয়ে রয়’। এর ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিও।

গানটি প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, “আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। সে ক্ষেত্রে মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম নয়। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সকল বাধা বেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে ওঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করি, গানটি সবাই পছন্দ করবে।”

তিনি আরও বলেন, “আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লাসিত হই, তেমনি ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে আমরা ১১ জন নিজেদের সেরাটাই উজার করে দেব। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা।”

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’ গানের ভিডিও। একই সঙ্গে এটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমেও।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি