ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে আক্রান্ত সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ডেঙ্গুর আক্রমণে কুপোকাত ‘বলিউড ভাইজান’। অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। আর তাই দিওয়ালির সব আমন্ত্রণ বাতিল করেছেন। কিছুদিনের জন্য ‘বিগ বস’ এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে নায়ককে।

সালমনের কবে ডেঙ্গু ধরা পড়েছে, তা জানা না গেলেও তিনি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা মিথ্যা নয়। সে কারণে তার শুটিংও বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিস্থিতি খুব খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে কাজে ফিরবেন সালমান। 

আগামী ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সালমনের। ডেঙ্গুতে আক্রান্ত নায়ক অতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কিনা, তা শনিবার পর্যন্ত স্পষ্ট নয়। 

তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’”এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক।

এই মুহূর্তে সালমনকে দর্শক দেখছেন বিগ বস-এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুটছে বলিপাড়া। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-নায়ক। বিগ বস-এর পর নিজের প্রযোজিত আগামী ছবিতে মন দিতে চান সালমন।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি