ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মঞ্চের পেছনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৩ অক্টোবর ২০২২

মঞ্চের পেছনে পড়ে গিয়ে মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী জোসেফাইন মেলভিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। এই অভিনেত্রীর মৃত্যুতে ব্রিটিশ চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে শোকের ছাড়া নেমে এসেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ‘নাইন নাইট’-এর প্রযোজনায় নটিংহাম প্লেহাউসে ‘আন্টি ম্যাগি’ হিসেবে উপস্থিত ছিলেন মেলভিল। সেখানেই মঞ্চের পেছনে পড়ে গিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এক বিবৃতিতে নটিংহাম প্লেহাউস জানিয়েছে, পড়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা কর্মীদের সহায়তা এবং এক দর্শকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পেয়েছিলেন মেলভিন। তবে শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুর পর নাটকটির সব প্রদর্শনী বাতিল করা হয়েছে।

এদিকে দীর্ঘদিনের সহকর্মী মেলভিলের মৃত্যুতে ‘ব্রিজারটন’ অভিনেতা আদজোয়া অ্যান্ডো, ‘নাইন নাইট’ তারকা অ্যান্ড্রু ডেভিসহ নামকরা তারকারা শোক জানিয়েছেন।

প্রসঙ্গত, জোসেফাইন মেলভিলের জন্ম এসেক্সে। ‘দ্য বিল’, ‘প্রাইম সাসপেক্ট’ এবং ‘ক্যাজুয়ালটি’তে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে এলা হেন্ডারসনের একক গানের ভিডিওতে দেখা গেছে তাকে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি