ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডলফিনের সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন মেহজাবীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকানের সৈকতে অবকাশযাপন করছেন দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি। সেখানে গিয়ে ডলফিনের সঙ্গে বন্ধুত্বও গড়েছেন এই অভিনেত্রী।

ডলফিনের সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আমার নতুন বন্ধু ওউমের সঙ্গে পরিচিত হোন।

ছবিতে দেখা যাচ্ছে, নীল পানিতে নেমে ডলফিনের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মেহজাবীন। কখনও ডলফিন তার গাল ছুঁয়ে দিচ্ছে, আবার কখনও ডলফিনকে তিনি চুমু দিচ্ছেন।

এবারই প্রথম নয়, বরাবরই সাহসিকতার পরিচয় দিয়েছেন মেহজাবীন। এর আগেও দুবাইতে গিয়ে হাঙরের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ ছাড়াও স্কাই ডাইভিং করতেও দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন এই অভিনেত্রী।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি