ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এক বছরে বাউলসম্রাটের রয়্যালিটি ১০০০০ ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১৩ নভেম্বর ২০২২

এক যুগেরও বেশি সময় হলো প্রয়াত হয়েছে কিংবদন্তি বাউল শাহ আবদুল করিম। অবশ্য বেঁচে থাকতেই অগুনতি মানুষ কণ্ঠে তুলেছে তার কথা-সুরের গান। কেউ শখে-কেউ বাণিজ্যের উদ্দেশ্যে। যার কোনও হিসাব নেই। 

তবে সময় পাল্টেছে। এখন ধীরে ধীরে হিসাবও মিলছে। বাউলসম্রাট সেটি দেখে না যেতে পারলেও তার সন্তান-শিষ্যরা এখন স্বস্তিতে। কারণ, এবারই প্রথম বাংলার লোকসংগীতে ঘটল অসাধারণ এক ঘটনা। গানের রয়্যালটি হিসেবে বাউল শাহ আবদুল করিম পরিবার হাতে পেল একসঙ্গে ১০ হাজার ডলার। এটি মাত্র এক বছরে বাউল করিমের গান থেকে অর্জিত হয়েছে- বিভিন্ন সোশাল মিডিয়া থেকে।

শনিবার (১২ নভেম্বর) সকালে জাতীয় আর্কাইভস ভবনের সম্মেলনকক্ষে শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের হাতে এই রয়্যালটির চেক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

চেক পেয়ে নূর জালাল বলেন, 'বাবা জানতেন না যে তার গান থেকে টাকা পাওয়া যাবে। কপিরাইট অফিসের এ উদ্যোগ তিনি দেখে যেতে পারলে খুশি হতেন। তিনি অনেক অর্থকষ্টে জীবন যাপন করেছেন। বাবার চোখের সামনে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছেন।'

নূর জানান, তার বাবার গানগুলো সঠিক কথা-সুরে মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছেন তারা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি