ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘মৃগী’ রোগে আক্রান্ত দঙ্গল সিনেমার ফাতিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জটিল রোগে আক্রান্ত আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। জানা গেছে, ‘এপিলেপ্সি’ রোগে আক্রান্ত এই অভিনেত্রী। বাংলায় যাকে বলা হয় ‘মৃগী’ রোগ।

অনেকদিন ধরেই এই অসুখের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। যার চিকিৎসাও নিচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘আস্ক মি এনিথিং’ সেশনে যোগ দিয়েছিলেন ফাতিমা। সেখানেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী তার এই রোগ নিয়ে কথা বলেন।

ফাতিমা জানান, তিনি এপিলেপ্সি বা মৃগী রোগে আক্রান্ত। সঠিক চিকিৎসা এবং ওষুধের সাহায‍্যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এক্ষেত্রে কী কী শারীরিক সমস্যা হয়? এ বিষয় কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এখন যা ইচ্ছে তাই করতে পারি। তবে একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি। সেই সময়টাতে মনে হয়েছিল গতি হারাচ্ছি।

তবে একটা বিষয়ে আমি ভাগ্যবান, যাদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাদের সঙ্গে কাজ করে ফেলেছি। তাই কখনওই আমার ক্যারিয়ারে এই রোগ বাধা হয়ে দাঁড়ায়নি। এই কঠিন পরিস্থিতিগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।’

শাহরুখ খানের ‘ওয়ান টু কা ফোর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন ফাতিমা সানা শেখ। এরপর ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে ‘ঠাগস অফ হিন্দুস্তান’ সিনেমাতে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে। যদিও বক্স অফিসে তেমন জমেনি সিনেমাটি। তবে বলিউডের একাধিক সিনেমাতে কাজ করেছেন ফাতিমা।

সূত্র: হিন্দুস্থান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি