ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে সিনেমার শুটিং শেষে সোজা মক্কায় শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:১২, ২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চলমান খবরের ঝুলি। তিনি যে কাজই করবেন, সেটাই খবর। এমনই কারিশমা তার। কাজের মাঝে এবার ধর্মপালন সেরে লাইমলাইট কাড়লেন বলিউড বাদশাহ। সৌদি আরবে ফিল্মের শুটিং প্যাক আপের পর কিং খান চলে গেলেন সোজা মক্কায়। নিয়ম মেনে সেখানকার ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল শাহরুখ খানকে। হিরো নয়, একেবারে সাধারণের বেশেই মক্কায় হজ সারলেন বলিউড তারকা। তার টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই অনুরাগীদের আগ্রহের পারদ তুঙ্গে। প্রিয় অভিনেতাকে একটু অন্য রূপে দেখে মজে গিয়েছেন তার ফ্যানেরা।

একসঙ্গে হাতে তিন তিনটে ছবি। ‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’। ‘পাঠান’ নতুন বছরই মুক্তি পাবে। কাজ প্রায় শেষ। শাহরুখ খান , রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় ‘ডানকি’র শুটিং চলছিল সৌদি আরবে। আপাতত তাও শেষ।

বুধবারই ভিডিও বার্তায় তিনি প্যাক আপের কথা ঘোষণা করেছিলেন। বলেন, ”সৌদিতে ডানকির শুটিং শেষ করে বেশ নির্ভার অনুভব করছি। ভাল লাগছে। রাজু স্যর ও গোটা টিমকে ধন্যবাদ। সৌদির সংস্কৃতি মন্ত্রক যেভাবে আমাদের স্বাগত জানিয়ে, দারুণ দারুণ লোকেশনে শুট করার অনুমতি দিয়েছে, তাতে তাদের বিশেষ ধন্যবাদ। আমি আপ্লুত।”

এরপরই শুটিংয়ে ইতি টেনে শাহরুখ পরদিন ছোটেন মক্কায়। বদলে গেল বেশভূষাও। পরনে সাদা এহরাম, মুখে মাস্ক। এভাবেই মক্কায় ঢুকলেন কিং খান। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না। নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন ওয়াল। কেউ লিখছেন, ”কী সুন্দর! ইনশাল্লাহ! আপনার সমস্ত প্রার্থনা পূরণ করুন আল্লাহ।” এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি – এটাই তার ‘ডানকি’ লুক। তারই মাঝে মক্কায় তীর্থযাত্রার লুকও কম আকর্ষণীয় নয়। হাজার হোক, তিনি তো আদতে শাহরুখ খান!

গত এপ্রিলে রাজকুমার হিরানির সঙ্গে ভিডিও বার্তার মাধ্যমে ছবির ঘোষণা করেন নায়ক-প্রযোজক শাহরুখ খান। সেইমতো শুরু হয় ‘ডানকি’র শুটিং। এই ছবিতে তার নায়িকা তাপসী পান্নু। তবে শুটিং শুরুতেই বেঁধেছিল গন্ডগোল। ছবি থেকে সরে যান চিত্রগ্রাহক অমিত রায়। শোনা যায়, শাহরুখ ও রাজকুমারের সঙ্গে ক্রিয়েটিভ মতপার্থক্য থাকার কারণেই ছবি থেকে সরেছেন অমিত।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি