ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিরল রোগে আক্রান্ত টাইটানিক গায়িকা সেলিন ডিয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

‘মাই হার্ট উইল গো অন’ গানটি শোনেননি, এমন শ্রোতা পাওয়া বিরল। এই গানটির পর রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন গায়িকা সেলিন ডিয়ন। বড়সড় ধাক্কা খেলেন গায়িকা। এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত তিনি।

‘টাইটানিক’ ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানের জাদুতে বুঁদ ছিল গোটা পৃথিবী। এতগুলি বছর কেটে গিয়েছে তবু এখনও সমান জনপ্রিয় এই গান।

জগৎ বিখ্যাত এই গানের কণ্ঠ ছিল যার তিনি সেলিন ডিয়ন। অস্কার জয়ী গায়িকা সেলিন তার সঙ্গীতচর্চায় বড়সড় ধাক্কা খেলেন। এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত তিনি।

দশ লক্ষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন। এতটাই বিরল এই রোগ। নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। সম্প্রতি শিল্পী নিজেই জানিয়েছেন এই রোগের কথা। বাতিল করেছেন আগামী সব লাইভ শো। একটা দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থা লেগেই ছিল গায়িকার।

সম্প্রতি যে ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতার খবর দেন সেখানে বলেন, ‘‘আমি একটা লম্বা সময় ধরে ভুগছি, বুঝে উঠতে পারছিলাম না কী ভাবে এর মোকাবিলা করব। তাই সকলের সামনে আসতে সময়টা বেশি লাগল।’’

যে বিরল ও জটিল স্নায়ু রোগে আক্রান্ত খ্যতনামী এই শিল্পী সেই ‘এসপিএস’ অথবা ‘স্টিফ পার্সন সিনড্রোম’ রোগটা কী? এই রোগে মূলত পেশিতে টান পড়ে। যার ফলে পেশির উপর নিয়ন্ত্রণ থাকে না। যে কোনও সময় পড়ে গিয়ে চোটাঘাত পেতে পারেন। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে তবে কিছুটা ভাল থাকতে পারেন সেলিন।

গায়িকা নিজেই জানিয়েছেন এটি এক ধরণের অটো ইমিউন ডিসওর্ডার। তাই সুদূর ভবিষ্যতে কোনও অনুষ্ঠানে দেখা যাবে না তাকে। যার জন্য তার শ্রোতাদের কাছে বার বার ক্ষমাও চেয়ে নেন তিনি। সেরে উঠুন সেলিন ডিয়ন, চাইছেন তার অনুরাগীদের।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি