ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বীর কোন ধরনের পোশাক পরতে ভালোবাসে? জানালেন বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ৯ ডিসেম্বর ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর ছেলে শেহজাদ খান বীরের নিত্য নতুন ছবি পোস্ট করা হয় ফেসবুকে।

আজ (৯ ডিসেম্বর) বীরের মা বুবলী বীরের একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে বীর পাঞ্জাবি পরা। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘জুম্মা মুবারাক বাবাই’। বুবলী আরও লিখেছেন, সে (শেহজাদ খান বীর) সব সময় পাঞ্জাবি পরতে ভালোবাসে। সেটা কাবলি পাঞ্জাবি।

শেহজাদ খান বীরের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে বুবলির ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্টবক্সে একজন লিখেছেন, মামা, শেহজাদ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। বড় হয়ে তুমি মানুষের মতো মানুষ হও।

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি