ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘ঘুণপোকা’র গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১৮ ডিসেম্বর ২০২২

মুক্তিযুদ্ধ, স্বাধীনতার বিভিন্ন প্রেক্ষাপট সিনেমা, নাটক, গানে বরাবরই উঠে এসেছে। তবে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য কোনও গান হয়নি। সেই অপূর্ণতা ঘোচাতেই নতুন একটি গান নিয়ে হাজির হলো ব্যান্ড ‘ঘুণপোকা’। গানের শিরোনাম ‘১৪ই ডিসেম্বর, ১৯৭১’।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানটি লিখেছেন সাংবাদিক অনিরুদ্ধ রনি, সুর সাজিয়েছেন মনোয়ার বাবু ও ব্যান্ডের সদস্যরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব আহমেদ সাকিব।

গানটির প্রসঙ্গে কণ্ঠশিল্পী রাজিব আহমেদ সাকিব বলেন, একটি বিশেষ অনুভূতির জায়গা থেকে আমরা গানটি করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অনেক দেশাত্মবোধক গান করা হলেও ১৪ ডিসেম্বর বা শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে কোন গান নেই। আমরা জাতির সেই সূর্যসন্তানদেরকে আমাদের কণ্ঠ ও সুরে ধারণ করতে চেষ্টা করেছি। গানটির সুরের ক্ষেত্রে আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের রক ফ্লেভারের সমন্বয় করেছি।’

গানের গীতিকার অনিরুদ্ধ রনি বলেন, মূলত সাকিবের অনুপ্রেরণাতেই গানটি লেখা হয়েছে। গানের প্লটটি নিয়ে ভাবতে গিয়ে টানা তিনদিন আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। যা আমাকে ওই সময়ের ইতিহাস তুলে নিয়ে আসতে বেশ প্রভাবিত করে। এরপর মাত্র এক ঘণ্টার ভেতরে গানটি লেখা শেষ করেছি। এই ভালো লাগার অনুভূতিটি বলে বোঝানো যাবে না। 

ঘুণপোকা ব্যান্ডের ড্রামার এন্টনী বলেন, গানটি লেখা হয় এক দায়িত্ববোধের জায়গা থেকে। গানটা বেশ আগে তৈরি করা। আমরা ব্যান্ডের সদস্যরা একদিন রায়েরবাজার বধ্যভূমিতে যাই। সেখানে সূর্যোদয়ের সময় বধ্যভূমির স্মৃতিসৌধের চৌকোনা ফাঁকা জায়গাটা দিয়ে সূর্য ওঠা দেখে আমাদের মধ্যে এক ভিন্ন তাড়নার জন্ম দেয়। এরপর আমরা গানটাকে নতুনভাবে শ্রোতাদর্শকের সামনে নিয়ে আসার পরিকল্পনা করি।

এ প্রসঙ্গে ব্যান্ডের গিটারবাদক মাইকেল দাস বলেন, আমরা চেয়েছি নতুন প্রজন্ম আমাদের এই ভাবনা, শোক আর শক্তির জায়গাটি হৃদয়ে ধারণ করুক, বুকের ভেতরে ভালোবাসা আর শ্রদ্ধাবোধ নিয়ে বেড়ে উঠুক। তাই গানের চিত্রায়ণ ও সম্পাদনার কাজে আমরা পরবর্তী প্রজন্মকে অন্তর্ভুক্ত করেছি। গানটির ভিডিওগ্রাফি ও ভিডিও সম্পাদনায় সহযোগিতা করেছেন মারনিয়া ওয়ারসান নীগান এবং আবতাহী রায়াত আয়ান।

গানটির সংগীতায়োজন ও পরিকল্পনায় ছিলেন আজব রেকডর্সের শব্দ প্রকৌশলী ফরহাদ ও নিলয়। 

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ঘুণপোকা’ ব্যান্ডটি গঠিত হয়। তাদের প্রথম অ্যালবাম ‘সং’ প্রকাশ হয় ২০১৫ সালে। অ্যালবামের গানগুলো শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর আরও কিছু মিক্সড অ্যালবাম এবং সিঙ্গেলস উপহার দিয়েছে ব্যান্ডটি। সর্বশেষ মাস ছয়েক আগে প্রকাশ হয়েছে তাদের ‘দ্যাখা সাহস’ শিরোনামের গানটি। যেটা ব্যবহৃত হয়েছে ‘সাহস’ নামের সিনেমায়।

 

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি