ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিতর্কের মাঝেই ঝড় তুলেছে শাহরুখ-দীপিকার দ্বিতীয় গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বলিউড বাদশা শাহরুখ মানেই যে তুমুল আলোড়ন তোলা ব্যাতিক্রমধর্মী কোনো ব্যাপার- তা আবারও প্রমাণিত হয়েছে। বাদশা তার ‘পাঠান’ সিনেমার প্রথম গান দিয়ে সাড়া ফেলার পরপরই আবারও চমক নিয়ে এলেন। ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে এমনটাই জানা গেছে।

২০ ডিসেম্বর নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। এরই মধ্যে গানটি শাহরুখ ভক্তরা লুফে নিয়েছেন।

প্রথম গান ‘বেশরম রং’ আগেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল। তার সঙ্গে তৈরি করেছিল ব্যাপক বিতর্কও। আর দ্বিতীয় গান মুক্তির আগে থেকেই যে অপেক্ষা করে বসেছিলেন দর্শকরা। তাই মুক্তি পাওয়া মাত্র নজর কাড়ল এই গানের ভিউ।

এদিন সকাল ১১টায় নির্মাতা যশরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘পাঠান’ সিনোমর দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। মাত্র কয়েক মিনিটেই নজর কাড়ছে গানেক ভিউ থেকে লাইকের সংখ্যা।

‘ঝুমে যো পাঠান’ গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ, সুকৃতি কক্কর। গানের দৃশ্য থেকে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের অ্যাপিয়ারেন্সে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। কমেন্ট বক্সে দেখা যাচ্ছে তাদের প্রতিক্রিয়া।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি